ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রেসিডেন্টের সিরিজ সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে । সোমবার বিকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইউরোপের ২৮ রাষ্ট্রের জোটের ওই প্রতিনিধি বলেন, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনে প্রেসিডেন্টের ওই উদ্যোগ ভূমিকা রাখবে। ইইউ দূত বলেন, শক্তিশালী, দক্ষ ও পেশাদার কমিশনই পারে একটি নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আগামী ১৮ই ডিসেম্বর বিএনপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে সংলাপ প্রক্রিয়া শুরু হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |