ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ শাখার ছয় নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে । দলীয় নীতিমালা লঙ্ঘনের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন থেকে বহিষ্কার হওয়া ওই নেতারা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাকিব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরাশ, সাংগঠনিক সম্পাদক মো. আরমান মিয়া, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম সৈয়দ ও আরিফুল হক তপু।
ছাত্রলীগের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কারণে রবিবার ওই ছয় জনকে স্থায়ীভাবে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রেসিডেন্ট আলমগীর তপুর অনুসারী।