হোলি আর্টিজানের ঘটনার পর জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ একটি হুমকি হয়ে দেখা দিচ্ছিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন। সর্বশেষ সফল সফরটিতে জাপান সরকারের আরোপ করা সব নিষেধাজ্ঞা দূর করা হয়েছে। আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রীর জাপান সফরের সাফল্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, হোলি আর্টিজানের ঘটনার পর জাপানের সঙ্গে আমাদের সব দ্বিপক্ষীয় সমঝোতা ও আলোচনা দেশের বাইরে তৃতীয় কোনো দেশে আয়োজন করা হয়েছিল। বাংলাদেশে সফর ও বিনিয়োগের ব্যাপারে এখন দেশটির আর কোনো সমস্যা নেই। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, হোলি আর্টিজানের ঘটনার পর স্বাভাবিকভাবেই জাপানের নাগরিকরা বাংলাদেশে আসতে চায়নি। তাদের সঙ্গে আমাদের বৈঠকগুলো হয়েছে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডসহ অন্যান্য দেশে। এখন থেকে বৈঠকগুলো বাংলাদেশেই হবে বলে জানিয়েছে জাপান। জাপান সফরের সময় জাইকার প্রধান এবং দেশটির অর্থমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে। ফলপ্রসূ ওই বৈঠকে জাপান বাংলাদেশে তাদের কর্মকা- চালিয়ে যাওয়ার নিশ্চয়তা দিয়েছে। অর্থমন্ত্রীর সংবাদসম্মেলনে মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |