শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছান। গত বৃহস্পতিবার ও শুক্রবারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েতের নেতৃত্বে চার জনের একটি দল ক্যাম্পাসে এসেছেন।
এই দলের অন্য সদস্যরা হলেন, আরিফুল রহমান লিমন, শাকিব হাসান এবং যুগ্ম সম্পাদক চন্দ্র শেখর মন্ডল।
সারাদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিবাদমান দু’পক্ষের সঙ্গে আলোচনা করেছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজন বলেন, “কেন্দ্রীয় নেতারা এসে সব কিছু জেনে গেছেন। দুই এক দিনের মধ্যে সিদ্ধান্ত দিবেন কেন্দ্র।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে শাটল ট্রেনে সিটে বসা নিয়ে ছাত্ররীগের দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রায় ১০ জন আহত হয়। পরের দিন শুক্রবার দোকানে নাস্তা খেতে গেলে ছাত্রলীগের দুই গ্রুপ আবারো সংঘর্ষে জড়ায়। ঐদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই হল তল্লাসী চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে শাহ জালাল হল থেকে ২১ জন এবং শাহ আমানত হল থেকে ১৮ জনকে আটক করে পুলিশ।