বার্সেলোনা স্প্যানিশ লা লিগার সর্বশেষ তিনটি ম্যাচেই ড্রয়ের মুখ দেখে । শনিবার ওসাসুনার বিপক্ষে জয়ে ফিরতে তাই মরিয়াই ছিল লুইস এনরিকের শিষ্যরা। অধিনায়ক লিওনেল মেসির জোড়া গোলে ওসাসুনাকে তাদের ঘরের মাঠেই ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মেসি ছাড়া বাকি গোলটি করেন লুইস সুয়ারেজ।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ওসাসুনার বিপক্ষে এদিন খেলার প্রথমার্ধ থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। অনেকগুলো সহজ সুযোগ তৈরি হলেও গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয় দু’দলকে। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটেই এগিয়ে যায় কাতালানরা।
ছবি: সংগৃহীত
জর্ডি আলবার পাস থেকে আলতো টোকায় ওসাসুনার জালে বল জড়ান সুয়ারেজ। ম্যাচের ৭২ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন বার্সেলোনার আর্জেন্টান ফরোয়ার্ড মেসি। আর অতিরিক্ত সময়ে ব্যক্তিগত দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন মেসি।
যোগ করা সময়ে সার্জিও বুসকেটসের বাড়ানো বল ধরে ডি বক্সে পাঁচ জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার। লিগে এটি মেসির ১১ তম গোল। খেলার বাকি সময় আর গোল না হওয়ায় ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারী বার্সেলোনা।
ছবি: সংগৃহীত
এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ।