এবার বার্সেলোনা ব্রাজিলের ফুটবল ক্লাব শাপেকোয়েনসের পাশে দাঁড়ালো। স্পেনের ক্লাবটি আগামী বছর হুয়ান গাম্পার ট্রফি খেলবে শাপেকোয়েনসের বিপক্ষে। এ বিষয়ে ক্লাবটির কাছে আনুষ্ঠাতিক চিঠি পাঠিয়েছে বার্সেলোনা। গত ২৮ নভেম্বর মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাপেকোয়েনসের খেলোয়াড়-কর্মকর্তাসহ মোট ৭১ জন নিহত হন। কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানার ফাইনালে খেলতে যাচ্ছিল তারা। কিন্তু জ্বালানি শেষ হয়ে যাওয়ায় কলম্বিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় শাপেকোয়েনসের ১৯ খেলোয়াড় নিহত হন। ওই ঘটনায় বিশ্ব ফুটবল শোকাহত। তাদের পাশে দাঁড়িয়ে অনেকে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের সহযোগিতা করার জন্য ব্রাজিল ফুটবল দল কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানিয়েছে। তা থেকে অর্জিত সব অর্থ পাবেন নিহতদের পরিবার। এবার একই উদ্দেশ্যে তাদের সঙ্গে গাম্পার ট্রফি খেলবে বার্সেলোনা। এফসি বার্সেলোনার সাবেক প্রসিডেন্ট হুয়ান গাম্পারের নামে প্রতি বছর একটি প্রীতি ম্যাচের আয়োজন করে ক্লাবটি। ম্যাচটি হয় প্রতি বছর আগস্টে। এক সময় এটি চার দলের হতো। কিন্তু এখন বিশ্বের যে কোনো একটি দলকে বার্সেলোনা এই ট্রফি খেলার জন্য আমন্ত্রণ জানায়। এ বছর বার্সেলোনা খেলে ইতালির ক্লাব সাম্পদোরিয়া সঙ্গে। কিন্তু আগামী বছর হুয়ান গাম্পার ট্রফি তারা খেলবে শাপেকোয়েনসের বিপক্ষে। এ বিষয়ে তারা ব্রাজিলের ক্লাবটিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |