রাজশাহী কিংস ফাইনালে তেমন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারলো না। বিরাট ব্যবধানের জয়ে শিরোপা ঘরে তুললো সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। শুক্রবার রাতে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস ৫৬ রানে হারায় রাজশাহী কিংসকে। টসে জিতলেও ম্যাচে কোন প্রভাব ফেলতে পারেনি রাজশাহী। ঢাকার ১৫৯ রানের জবাবে রাজশাহী ৯ উইকেটে ১০৩ রান তুলতে সক্ষম হয়। তাদের উইলিয়ামস আহত হয়ে মাঠ ছাড়লে আর ব্যাট করতে ফিরতে পারেন নি। রাজশাহীর তিনজন ছাড়া কেউই দুই অঙ্কের রান করতে পারেনি। ২৭ রানে ৬ উইকেট হারায় তারা।
সাকিবকে ছক্কা হাঁকিয়ে ম্যাচে নিজেদের সমীকরণ কিছুটা অনুকূলে নেন ড্যারেন স্যামি। তবে পরের বলেই প্রতিপক্ষ দলের অধিনায়ককে সরাসরি বোল্ড করে সাজঘরের পথ দেখালেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। এতে ১৪ ওভার শেষে রাজশাহী সংগ্রহ দাঁড়ায় ৮৭/৫-এ। এর আগে
রানআউটে উইকেট খোয়ান রাজশাহী কিংস ব্যাটসম্যান সাব্বির রহমান। এতে ভাঙলো ৪৭ রানের জুটি। ২২ বলে ২৬ রান করেন সাব্বির। ২৭ রান করেন ওপেনার মুমিনুল হক। ৯.৫ ওভার শেষে রাজশাহী কিংসের সংগ্রহ ছিল ৬২/২। ফাইনালে ঢাকার বল হাতে প্রথম আঘাত হানেন পেসার আবু জায়েদ রাহি। ২.৪তম ওভারে দলীয় ১৫ রানে উইকেট খোয়ান রাজশাহী কিংস ওপেনার নুরুল হাসান সোহান।
১৫৯/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করলো ঢাকা ডায়নামাইটস। শেষ ওভারে উইকেট দেয়ার আগে কুমার সাঙ্গাকারা ৩৩ বলে করেন ৩৬ রান। ৫ বলে ১২ রান করেন ঢাকার দশ নম্বর ব্যাটসম্যান সানজামুল ইসলাম। রাজশাহীর বল হাতে ৪ ওভারের স্পেলে ২৮ রানে তিন উইকেট নেন মিডিয়াম পেসার ফরহাদ রেজা।
১০ ওভার শেষে ৮৩/৩ সংগ্রহ নিয়ে বড় পুঁজির সম্ভাবনা দেখাচ্ছিল ঢাকা ডায়নামাইটস। তবে পরের ৬ ওভারে ৩২ রানে তিন উইকেট খোয়ালো তারা। আগের ওভারে আন্দ্রে রাসেলের দেয়া সহজ ক্যাচ ছাড়েন রাজশাহী কিংসের অন্যতম সেরা ফিল্ডার সাব্বির রহমান। তবে দারুণ এক ক্যাচ লুফে নিয়ে রাসেলকে সাজঘরে ফেরালেন রাজশাহীর বদলি ফিল্ডার সালমান হোসেন। এতে ১৬ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১১৫/৬-এ।
ফাইনালে দলীয় ৪২ রানে তিন উইকেট খুইয়ে চাপে পড়ে ঢাকা ডায়নামাইটস । তবে ক্রিজের এক প্রান্ত আগলে রাখেন ঢাকার ক্যারিবীয় ওপেনার এভিন লুইস। ব্যাট হাতে ৩১ বলে ৪৫ রান নিয়ে সাজঘরে ফেরেন এভিন । ইনিংসে ৮টি বাউন্ডারি হাঁকান তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরের ফাইনালে মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ঢাকাকে আগে ব্যাটে পাঠিয়েছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। আগে ব্যাটে গিয়ে শুরুতেই বিপদে পড়েছে ঢাকা ডায়নামাইটস। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। আর ৮ ওভার শেষে ঢাকার সংগ্রহ ৩ উইকেটে ৫৪ রান। এভিন লুইস ২৩ ও কুমার সাঙ্গাকারা ৫ রানে অপরাজিত। মেহেদী মারুফ, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন ফেরেন যথাক্রমে ৮, ৫ ও ৫ রানে।  মিরপুর শেরেবাংলা মাঠে ফাইনালে অপরবর্তিত একাদশ নিয়ে খেলছে দু’দল।

ঢাকা ডায়নামাইটস:
এভিন লুইস, মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, আবু জায়েদ ও মোসাদ্দেক হোসেন।

রাজশাহী কিংস:
মুমিনুল হক, নুরুল হাসান, আফিফ হোসেন, সাব্বির রহমান, জেমস ফ্রাঙ্কলিন, সামিত প্যাটেল, মেহেদী হাসান মিরাজ, ড্যারেন স্যামি, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম ও কেসরিক উইলিয়ামস।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031