চট্টগ্রাম, ০৬ ডিসেম্বর ২০১৬ (সিটিজি টাইমস):আসন্ন জশ্নে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা. জি. আ.), হযরতুলহাজ্ব আল্লামা শাহাজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা. জি. আ.) ও শাহাজাদা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ্ (মা. জি. আ.) আজ রাত ৮টায় হযরত শাহ্ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
তাঁদের সাথে রয়েছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন ও পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান।
আওলাদে রাসূলগণকে সংবর্ধনা জানাতে আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব এসএম গিয়াস উদ্দিন শাকের, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী আলহাজ্ব প্রফেসর কাজী শামসুর রহমান, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলামসহ আনজুমান ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ ও গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ বিমানবন্দরে উপস্থিত থাকবেন।