২ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ৮৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি টেকনাফ সীমান্তে । ৪ ডিসেম্বর রাত নয় টার দিকে বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আবু জার আল জাহিদের নেতৃেত্ব দমদমিয়া বিওপির জওয়ানরা গোপন সংবাদে প্রাপ্ত খবরে টেকনাফ হ্নীলা নাফ নদীর মোহনা দিয়ে জাদীমুরার এলাকায় অভিযান পরিচারলনা করে। এ সময় বিজিবি জওয়ানরা উক্ত এলাকায় সন্দেহভাজন কয়েকজনের অানাগোনা দেখে তাদের ধাওয়া করলে পাচারকারী দল বিজিবি’ র অবস্হান টের পেয়ে প্যাকেটে মোড়ানো ইয়াবাগুলো ফেলে অন্ধকারে দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানায়। পরে বিজিবি জওয়ানরা উক্ত স্হানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্হায় ইয়াবার বিশাল চালানটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবাগুলো বর্তমানে ২ ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে এবং যা পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি সূত্রে জানা যায়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |