নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ তিন গুণ করে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৬’ এর খসড়ার ।
প্রচলিত আইনে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ জমির মূল্যের দেড় গুণ অর্থ পরিশোধ করা হয়।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ তিন গুণ করার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রচলিত আইনে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ প্রদেয় মূল্য কম। এখন সেটাকে তিন গুণ করার প্রস্তাব করা হয়েছে। জমি অধিগ্রহণ কী উদ্দেশ্যে কিংবা এর জনপ্রয়োজনীয়তা কী, সেটি আরো পরীক্ষা-নিরীক্ষা করার মাধ্যমে আইনটি বিচার-বিশ্লেষণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য আইনমন্ত্রী আনিসুল হককে আহ্বায়ক করে ভূমিসচিব, প্রতিরক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’
তবে কমিটিতে কতজন সদস্য আছেন, তা জানাননি মন্ত্রিপরিষদ সচিব।
সচিব আরো বলেন, ‘মার্শাল ল অর্ডিন্যান্সগুলোকে বাংলায় হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন আদালত। সে ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে।’