বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন । আজ শনিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান। তিনি বলেন, আজকের বৈঠকে মূলত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে এই নির্বাচনে দলের প্রচারণার কৌশল কী হবে, সে বিষয়টি গুরুত্ব পেতে পারে। এ ছাড়া দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে। বৈঠকে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টাম-লীর সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |