ভাগ্যক্রমে বেঁচে গেছেন দলের ডিফেন্ডার জাম্পেয়ার নেতো। সতীর্থদের প্রায় সবাই বিমান দুর্ঘটনায় মারা গেছেন। শাপেকোয়েনসের গোলরক্ষকও জীবিত উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। কলম্বিয়ার একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। কলম্বিয়ায় সুদামেরিকানার ফাইনালে খেলতে যাওয়া শাপেকোনসের খেলোয়াড়দের বহন করা বিধ্বস্ত হওয়া বিমান যাত্রীদের ৭৭ জনই নিহত হয়েছেন। যে ৬ জন বেঁচে আছেন তারমধ্যে একজন নেতো। ৩১ বছর বয়সী এ ডিফেন্ডার সুস্থ হয়ে উঠছেন। মাথা, পা ও ফুসফুসে অপারেশন করা হয়েছে তার। পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন ডাক্তাররা। এমন কি ফের তার মাঠে নামা সম্ভব হবে বলেও আশা দিয়েছেন ডাক্তাররা। বিষয়টি নিশ্চিত করেছে নেতোর বাবা। হাসপাতালে সন্তানের পাশেই রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ পুত্রের শারীরিক অস্থার কথা জানিয়ে তিনি লেখেন, ‘অত্যন্ত আনন্দ ও খুশির সঙ্গে জানাচ্ছি যে, আমার ছেলে সুস্থ হয়ে উঠছে। তার পায়ে অপারেশন করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছে, সে আবার ফুটবল মাঠে ফিরতে পারবে। আপনাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ।’ ডিফেন্ডার নেতো গত বছর ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসে যোগ দেন। এ পর্যন্ত ৩১ ম্যাচে করেছেন ৩ গোল।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |