প্রানমন্ত্রী শেখ হাসিনা পানি সম্মেলন উপলক্ষে হাঙ্গেরিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতা জানাতে শনিবার সংবাদ সম্মেলনে আসছেন। এদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং শুক্রবার এ তথ্য জানিয়েছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট ২০১৬-তে যোগদান উপলক্ষে চারদিনের সফরে গত ২৭ নভেম্বর বুদাপেস্ট যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যাত্রাপথে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে ওইদিন নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা পর বুদাপেস্টে পৌঁছেন প্রধানমন্ত্রী। পানি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। পরে হাঙ্গেরির প্রেসিডেন্টের সঙ্গে পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেল বৈঠকে যোগ দেন এবং প্রেসিডেন্টের আমন্ত্রণে ভোজসভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে কসুদ স্কয়ারে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও হাঙ্গেরি ৪টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চারদিনের সফর শেষে ৩০ নভেম্বর রাতে ঢাকা পৌঁছেন প্রধানমন্ত্রী।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |