জেলা ভ্রাম্যমাণ আদালত নগরীর লালখান বাজার এলাকায় অবৈধ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (৩০ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাত হোসেনের নেতৃত্বে ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ শফিকুর রহমানের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মুক্তি ফার্মেসীকে ড্রাগ এ্যক্ট, ১৯৪০ এর ১৮ এর এ এবং সি ধারা লঙ্ঘনের দায়ে একই আইন এর ২৭ ধারা মোতাবেক ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া পাট অধিদপ্তরের কর্মকর্তা হালিম এর সহযোগিতায় রিয়াজুদ্দিন বাজার এলাকায় “পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১৩” এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে চারটি আড়তকে ৫ হাজার টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।এ সময় এপিবিএন এর মোট ০৮ জন সদস্য আদালতকে সহায়তা করেন।