আগামী ২১ ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে মুক্তি পেতে যাচ্ছে আমির খানের নতুন সিনেমা ‘দঙ্গল’। এই সিনেমার প্রচারণায় যোগ দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এর আগে শাহরুখ-আমিরের বন্ধুত্বের কথা কোনোদিন শোনা যায়নি। কিন্তু সেদিন ‘দঙ্গল’ প্রচারণায় শাহরুখ উপস্থিত হলে আমির খান জানালেন, শাহরুখের সঙ্গে কাজ করতে চান তিনি।

সালমান-আমির এবং সালমান-শাহরুখ এক পর্দায় কাজ করলেও কখনো একসঙ্গে দেখা যায়নি আমির ও শাহরুখকে। আমির-শাহরুখের ঝগড়ার কথাই বেশি জনসমক্ষে এসেছে। তাই হঠাৎ করে আমির-শাহরুখ বন্ধুত্বের খবরে বলিউডে চলছে আলোচনা। বলিপাড়ায় এখন জোড় গুঞ্জন, শাহরুখের জন্য নাকি সিনেমার বিশেষ প্রদর্শনীর ব্যবস্থাও করেছেন আমির। এবং সেই স্ক্রিনিং-এ যে এসআরকে থাকছেনই সেটাও শোনা যাচ্ছে।

শোনা যাচ্ছে, কিং খান নাকি ‘দঙ্গল’ ছবির প্রচারে আমিরকে অনেক সাহায্য করছেন। এমনকি আমিরকে নাকি জনসমক্ষে বলতেও শোনা গিয়েছে, শাহরুখ তার বিশেষ বন্ধু। এরপর আমির খান নিজেও শাহরুখের অভিনয়ের প্রশংসা করেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031