পিকআপ ভ্যানযোগে গ্রামের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত সুমন মিয়া নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদরের শিকারী কান্দায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাপলা বেগম (৩২) ও সুর্বনা আক্তার শান্তা (৭)। হতাহতদের বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার টেবিরচরে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, বাসা পরিবর্তনের উদ্দেশে বাসার মালামাল ভর্তি পিকআপযোগে সপরিবারে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন সুমন মিয়া। পথে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শাপলা ও শান্তা। এ ঘটনায় গুরুতর আহত হন সুমন।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমন মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ছাড়া পিকআপের দরজা কেটে নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়।
তবে ঘটনার পরে পিকআপ ভ্যানচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।