নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় এবং কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ শিরোনামের একটি ছবির জন্য গানটি নিজের কণ্ঠে ধারণ করেন তিনি। কবির বকুলের কথায় এর সুর এবং সঙ্গীতপরিচালনা করেছেন ইমন সাহা।
‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিটি নির্মাণ করছেন নাদের চৌধুরী। এ প্রসঙ্গে ইমন সাহা বলেন, ‘সাবিনা ইয়াসমিনের মত একজন কিংবদন্তীর সঙ্গে কাজ করা বরাবরই সৌভাগ্যের ব্যাপার। নতুন এই গানটিও তার ব্যতিক্রম নয়। আশা করছি গানটি মুক্তির পর শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’