নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন । আজ দুপুরে দলের প্রেসিডিয়াম সদস্য ও জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বেইলি রোডের বাসায় যান ওবায়দুল কাদের। এসময় তারা বেশ কিছু সময় কথা বলেন। এসময় ওবায়দুল কাদের সৈয়দ আশরাফের পরামর্শ চেয়ে বলেন, আপনি সাত বছর দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আপনার অনেক অভিজ্ঞতা। অভিজ্ঞতার আলোকে আপনি আমাকে পরামর্শ দেবেন। এসময় সৈয়দ আশরাফ ওবায়দুল কাদেরকে রাজনৈতিক সিনিয়র উল্লেখ করে সব ধরণের সহযোগিতার কথা জানান। দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |