নগরীর বন্দর থানার সিইপিজেড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক রিকসা চালক নিহত হয়েছেন। রোববার বিকেল ৫টা দিকে দুর্ঘটা ঘটে।
নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় ইপিজেড এলাকায় গুরুতর আহত হন ৪০ বছর বয়সী এক রিকসা চালক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।