আগামী রোববার হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে । হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ‘ওয়াটার সামিট ২০১৬’-এ যোগদান ছাড়াও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বুদাপেস্ট সফর সম্পর্কে অবহিত করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন। বুদাপেস্ট সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সফরসঙ্গী হিসাবে বুদাপেস্ট যাবেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত পানি বিষয়ক উচ্চপর্যায়ের প্যানেলের সদস্য। মরিশাস, মেক্সিকো, হাঙ্গেরি, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, পেরু ও সেনেগালের রাষ্ট্রপতি এবং অস্ট্রেলিয়া, জর্ডান ও নেদারল্যান্ডস-এর প্রধানমন্ত্রী এই প্যানেলের সদস্য। বুদাপেস্ট সম্মেলনে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পানি ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত লক্ষ্যগুলো বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা হবে। প্যারিসে জলবায়ু চুক্তিতে অন্তর্ভুক্ত পানি সংশ্লিষ্ট বিষয়সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, বিভিন্ন সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী এই সফরে হাঙ্গেরির নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয়  বৈঠক করবেন। স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম দেশগুলোর মধ্যে হাঙ্গেরি অন্যতম। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়বে এই সফরে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর হাঙ্গেরির সঙ্গে সম্পর্ক খুব বেশি অগ্রসর হয়নি। এমন অনেক দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পিছিয়ে যায়। ১৩টি গুরুত্বপূর্ণ দেশে দূতাবাস বন্ধ করে দেয়া হয়। এখন হাঙ্গেরির সঙ্গে জোরদার সম্পর্ক গড়ে তোলা হবে। এজন্য পানি ব্যবস্থাপনা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে চারটি সমঝোতা চুক্তি সই হবার সম্ভাবনা রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও বুদাপেস্ট যাবে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031