অনলাইন মিডিয়া নিবন্ধনের জন্য যারা আবেদন করেছেন, তাদের স্থায়ী এবং বর্তমান ঠিকানা চেয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তথ্য অধিদফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য চাওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তথ্য অধিদফতরে ইতোমধ্যে আবেদন করা অনলাইন মিডিয়া রেজিস্ট্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের সুবিধার্থে, সরকার আবেদনকারীদের অফিস ঠিকানা ছাড়াও নিজ নিজ বাসস্থানের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা প্রদানের অনুরোধ জানাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আবেদনকারীর নিজ নিজ বাসস্থানের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা তথ্য অধিদফতর, ঢাকার ই-মেইল ঠিকানা- piddhaka@gmail.com, piddhaka@yahoo.com অথবা ৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩ নম্বরে ফ্যাক্সযোগে দ্রুত পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।