বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ‘উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা (পুর) বা প্রাক্কলনিক’ পদে ৬৮ জনকে নিয়োগ দেবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্যতা
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
পদটিতে আবেদনের জন্য আবেদন ফরম পাওয়া যাবে পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (www.bwdb.gov.bd)। আগ্রহী প্রার্থীরা ফরম পূরণে পর ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা ‘পরিচালক, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রহমান চেম্বার (দশম তলা), ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০’। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলা উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।