মাদারীপুরের কালকিনি উপজেলার মোস্তফাপুরে তাঁতিব্রিজ পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস জলাশয়ে পড়ে গেছে। এ পর্যন্ত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
আজ শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত আটজনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডাশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের ভাষ্য, ঈগল পরিবহনের বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। তাঁতিব্রিজ পার হওয়ার সময় বাসটি সেতুর নিচের জলাশয়ে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
ওসি এমদাদুল হক জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে তাঁদের ধারণা।
ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সাইফুজ্জামান বলেন, বাসটি পুরোপুরি পানিতে ডুবে গেছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।