মোহাম্মদ মিথুনের ফিফটি, লিয়াম ডউসনের দায়িত্বশীল ব্যাটিং আর শহীদ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে ভর করে বড় সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান তুলেছে রংপুর। জয়ের জন্য বরিশাল বুলসকে ১৭৬ রানের লক্ষ্য দিয়েছে নাঈম ইসলামের দল।
রংপুরের উদ্বোধনী জুটি জমেনি। দলীয় ২১ রানের মাথায় সৌম্য সরকার প্যাভিলিয়নের পথ ধরেন তাইজুল ইসলামের শিকার হয়ে। ব্যক্তিগত ঝুলিতে ১৪ রান জমা করতে সক্ষম হন বাংলাদেশ জাতীয় দলের তারকা এই ওপেনার। মজার বিষয়, রংপুরের আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদও আজ থেমেছেন ১৪ রানে।
তৃতীয় উইকেট জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রংপুর। ওপেনারদের ব্যর্থতা ঢেকে দেন মোহাম্মদ মিথুন ও লিয়াম ডউসন। এই জুটিতে ৭৮ রান দলের স্কোরশিটে জমা করেন তারা। মিথুন তুলে নিলে বিপিএল ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। থিসারা পেরেরার বলে বোল্ড হওয়ার আগে ৪৪ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৬২ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ডউসনও অবশ্য ফিফটি পেতে পারতেন। কিন্তু রিয়াদ এমরিটের বল উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন আবু হায়দার রনির হাতে। ইংলিশ এই তারকার ব্যক্তিগত ইনিংস থামে ৪৬ রানে। তার ৩৬ বলের ইনিংসটি সমৃদ্ধ ৩টি চার ও একটি ছক্কায়।
এরপর আফ্রিদি এসে ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন। ১০ বলে একটি চার ও দুটি ছক্কায় ২২ রান করেন পাকিস্তানি এই অলরাউন্ডার। আফ্রিদি ঝড় থামান থিসারা পেরেরা।
বরিশালের পক্ষে সমান দুটি করে উইকেট লাভ করেছেন তাইজুল ইসলাম ও থিসারা পেরেরা। আর একটি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়াদ এমরিটকে।