এই ম্যাচে ৩ পয়েন্ট না পেলে সেরা চারে থেকে বিশ্বকাপ খেলার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে যেত আর্জেন্টিনা।আর্জেন্টিনার জন্য ম্যাচটি অনেকটা জীবন-মরণ লড়াই। কারণ ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ছয় নম্বরে তারা।
এবার আর ভুল করেনি আর্জেন্টিনা। লিওনেল মেসির নায়কোচিত নৈপুণ্যে অবশেষে পরাজয়ের বৃত্ত ভেঙে জয়োল্লাসে মাতল আর্জেন্টিনা। সান হুয়ান স্টেডিয়ামে কলম্বিয়াকে ৩-০ গোলে উড়িয়ে রাশিয়া বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে রাখল এদগার্দো বাউজার দল।
লড়াইয়ে ফের নায়কোচিত রূপে দেখা গেল লিওনেল মেসিকে। একটি গোল করলেন, দুটি করালেন তিনি। তাঁর জাদুতেই কলম্বিয়ার বিপক্ষে বিজয়ের কেতন উড়াল আর্জেন্টিনা। মূলত মেসি, লুকাস প্রাতো এবং ডি মারিয়া। এই তিন ত্রয়ীর কাঁধে ভর করে অবশেষে জয়ের বন্দরে নোঙর করল আর্জেন্টিনা।
এই জয়ে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে এখন আর্জেন্টিনা। সমান ম্যাচ থেকে এক পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেল কলম্বিয়া।