ঢাকা ডায়নামাইটস ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলারদের আগুন ঝরানো বোলিংয়ে বড় ব্যবধানে জয় পেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৩ রানে হারালো সাকিব আল হাসানরা।

চার ম্যাচে সাকিব আল হাসানদের এটি তৃতীয় জয়। অন্যদিকে, চার ম্যাচ খেলে চারটিতেই হারলো মাশরাফি বিন মুর্তজার দল। ফলে, প্রথম জয় পেতে তাদের অপেক্ষা আরও বাড়লো। এই ম্যাচের মাধ্যমেই শেষ হলো প্রথম পর্ব। দুইদিন বিরতি দিয়ে আগামী ১৭ নভেম্বর থেকে আবার চট্টগ্রামে শুরু হবে বিপিএলের খেলা।

এদিন ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৯৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান সংগ্রহ করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই রান করতে পাঁচটি ছয় ও দুইটি চার মারেন তিনি। এর মধ্যে সাকিব আল হাসানের এক ওভারেই চারটি ছয় মারেন মাশরাফি। ঢাকা ডায়নামাইটসের পক্ষে মোহাম্মদ শহীদ ৩টি, রবি বোপারা ১টি, সানজামুল ইসলাম ১টি, মোসাদ্দেক হোসেন ১টি, সেকুগে প্রসন্ন ২টি ও নাসির হোসেন ১টি করে উইকেট নেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস।

বিপিএলে এবারের আসরে এটি দলীয় সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয় সর্বোচ্চ রান বরিশাল বুলসের। গতকাল রাজশাহী কিংসের বিপক্ষে ১৯২ রান সংগ্রহ করেছিলো মুশফিকুর রহিমরা।

ঢাকা ডায়নামাইটসের পক্ষে এদিন সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার মেহেদী মারুফ। এছাড়া কুমার সাঙ্গাকারা ২০, নাসির হোসেন ৪৩, রবি বোপারা ৮, সাকিব আল হাসান ২৪, ডাওয়েন ব্রাভো ১৩* ও সেকুগে প্রসন্ন ৬* রান করেন। ‍কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে রশীদ খান ৩টি, আল-আমিন ১টি ও রায়ান টেন ডেসকাট ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ঢাকা ডায়নামাইটসের মেহেদী মারুফ।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ডায়নামাইটস: ১৯৪/৫ (২০ ওভার)

(মেহেদী মারুফ ৬০, কুমার সাঙ্গাকারা ২০, নাসির হোসেন ৪৩, রবি বোপারা ৮, সাকিব আল হাসান ২৪, ডাওয়েন ব্রাভো ১৩*, সেকুগে প্রসন্ন ৬*)

(রশীদ খান ৩/২৮, আল-আমিন ১/৭, রায়ান টেন ডেসকাট ১/৩৬)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৬১/৯ (২০ ওভার)

(ইমরুল কায়েস ১৯, জসিমউদ্দিন ১০, আহমেদ শেহজাদ ১৫, নাজমুল হোসেন শান্ত ১৬, রায়ান টেন ডেসকাট ৭, সোহেল তানভীর ২০, রশীদ খান ২, আল-আমিন ০, মাশরাফি বিন মুর্তজা ৪৭, মোহাম্মদ সাইফউদ্দিন ১৮* ও নাবিল সামাদ ১*)

(মোহাম্মদ শহীদ ৩/৩৪, সেকুগে প্রসন্ন ২/১৫, নাসির হোসেন ১/২০, মোসাদ্দেক হোসেন ১/১৪, সানজামুল ইসলাম ১/১৩, রবি বোপারা ১/১৩)

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031