কখনও ভাবেননি যুক্তরাষ্ট্রে কোনদিন এমন ঘটনার মুখোমুখি হবেন তিনি ১৯ বছরের বয়সী ফারিহা নিজাম। অন্যসব দিনের মতোই তিনি সেদিন নিউইয়র্কের কুইন্স থেকে বাসে চড়েন, এবং তখনই ঘটে বিপত্তি । এক মার্কিন দম্পতি বাসের ভেতর ফারিহাকে তার মাথার হিজাব খোলার জন্য হয়রানি করতে থাকেন । ফারিহা কিউ ৪৩ বাসে ম্যানহাটান যাওয়ার পথে, একটি মাঝবয়সী দম্পতি ফারিহাকে কটূক্তি করতে শুরু করেন বলে ফারিহা নিজাম তার ফেসবুক পোস্টে লিখেছেন, যেই পোস্টি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, রিপোর্ট করেছে নিউ ইয়র্ক ডেইলি নিউজ। তারা আমার সাথে চিৎকার করতেই থাকে, চিৎকার করে বলতে থাকে এই দেশে হিজাব পড়া নিষিদ্ধ, তাই আমাকে হিজাব খুলে ফেলতে হবে । আমি ভয় পাচ্ছিলাম । একপর্যায়ে ভয়ে আমি কেঁদে ফেলি, কারণ আমার নিজেকে খুব দুর্বল মনে হচ্ছিলো কারণ ওই সময় আমি কিছুই করতে পারিনি। আমি ক্রমাগত কেঁদেই যাচ্ছিলাম, অন্যদিকে চেয়ে । কিন্তু তাদের কটূক্তি যেন বন্ধই হচ্ছিলো না । তারা চেঁচিয়ে বলছিলেন ওই নোংরা কাপড়ের টুকরাটি যেন আমি মাথা থেকে খুলে ফেলে দেই কারণ আমেরিকাতে এটি এখন আর গ্রহণযোগ্য নয়। মহিলাটি আরো খেপে গিয়ে আমার কাছে চলে এলেন এবং প্রায় আমার হিজাবটি টান দিয়ে খুলে ফেলতে লাগলেন, আমি ভয়ে চুপসে গেলাম । একপর্যায়ে আমি বাস থেকে নেমে গেলাম এবং বাড়ির দিকে হাটতে শুরু করলাম, সারা রাস্তা কেঁদে কেঁদে ফিরেছি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |