নেইমার বিরল মাইলফলক স্পর্শ করলেন । ব্রাজিলের হয়ে নিজের ৭৪তম ম্যাচে ৫০তম গোলের গৌরব অর্জন করলেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে এক গোল করে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন। ব্রাজিলের হলুদ জার্সি গায়ে ৫০ গোলের কৃতিত্ব আছে আর মাত্র ৩ জনের। ৯১ ম্যাচে ৭৭ গোল নিয়ে শীর্ষে কিংবদন্তি পেলে। আর ৯৮ ম্যাচে ৬২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে ‘ফেনোমেন’ রোনালদো। আর নেইমারের চেয়ে ৫ গোল বেশি নিয়ে তৃতীয় স্থানে রোমারিও। নেইমার যেভাবে এগিয়ে চলেছেন তাতে ব্রাজিলের সর্বকালের সর্বাধিক গোলের রেকর্ড গড়া অসম্ভব কিছু নয়। ব্রাজিলের হয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার দিন তার বয়স ২৪ বছর ২৮০ দিন। দক্ষিণ আমেরিকা বা ইউরোপে কোনো খেলোয়াড়ের নিজ দেশের হয়ে এত কম বয়সে ৫০ গোলের রেকর্ড আর কারও নেই। ২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় নেইমারের। সে বছর মাত্র একটি গোল পেয়েছিলেন। এর পরের চার বছরে গোল পেয়েছেন ৪১টি। গত বছর নিয়মিত খেলতে পারেননি। নয় ম্যাচে ছিল চার গোল। কিন্তু চলতি ফের ফর্মের তুঙ্গে তিনি। পাঁচ ম্যাচে করে ফেলেছেন চার গোল। বিশ্বকাপ বাছাইপর্বে সাত ম্যাচে করেছেন ৪ গোল। এভাবে চলতে থাকলে নেইমারের পক্ষে কিংবদন্তি পেলেকে টপকে যাওয়া অসম্ভব কিছু নয়।

ব্রাজিলের সর্বকালের সর্বাধিক গোল
খেলোয়াড়    গোল    ম্যাচ    সময়
পেলে    ৭৭    ৯১    ১৯৫৭-৭১
রোনালদো    ৬২    ৯৮    ১৯৯৪-১১
রোমারিও    ৫৫    ৭০    ১৯৮৭-০৫
নেইমার    ৫০    ৭৪    ২০১০-
জিকো    ৪৮    ৭১    ১৯৭৬-৮৬

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031