ঢাকা সফরকারী দেশটির উপ-পররাষ্ট্র মন্ত্রী সিনেটর বেনেদেত্তো ডেল্লা ভেদোভা ইতালির ব্যবসায়ী সম্প্রদায় বাংলাদেশে তাদের ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে চায় জানিয়েছেন । বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে তিনি তার দেশের এ আগ্রহের কথা ব্যক্ত করেন। সরকার প্রধানের সঙ্গে আলোচনায় ইতালির উপ-পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে ইতালির ব্যবসায়ী এবং নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডের জন্য কাউকে ছাড় দেয়া হবে না। ইতালির উপ-পররাষ্ট্র মন্ত্রীকে সরকার প্রধান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এসবের ঘটনার পেছনে মূল পরিকল্পনাকারী কারা এবং এদের অর্থ ও অস্ত্রের জোগানদাতা কারা তা খুঁজে বের করার চেষ্টা চলছে। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে তার সরকারের উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ বিষয়ে আমরা জনগণের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। প্রধানমন্ত্রী দেশের ৬৪ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের সচেতনতা সৃষ্টির উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, এ ধরনের উদ্যোগের ফলে দেশের জনগণ এখন সমাজের এই ব্যাধি সম্পর্কে অনেক বেশি সচেতন এবং সতর্ক। গত ১লা জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গি হামলার ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা আমরা কখনো প্রত্যাশা করিনি। আমরা ১০ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হই এবং পরবর্তিতে আমাদের আইনশৃংখলা বাহিনী বেশ কয়েকটি সফল অভিযানের মাধ্যমে জঙ্গিদের হত্যা ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।  বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশান জঙ্গি হামলার ঘটনায় নিহতদের পরিবার পরিজনের প্রতি তার গভীর সমবেদনা পুনর্ব্যক্ত করেন। জবাবে ইতালির উপ-পররাষ্ট্র মন্ত্রী বলেন, তিনি প্রধানমন্ত্রীর এই সমবেদনা ক্ষতিগ্রস্তদের পরিবার-পরিজনের কাছে পৌঁছে দেবেন। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে সিনেটর বেনেদেত্তো বলেন, ‘এ বিষয়ে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।’ সন্ত্রাস ও জঙ্গিবাদ মোবাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকারের দৃঢ় অঙ্গীকার রয়েছে।’ সন্ত্রাসীরা জনগণকে ভীত সন্ত্রস্ত এবং দ্বিধা-বিভক্ত করে তাদের চলাচলকে সীমাবদ্ধ করে ফেরতে চায় উল্লেখ করে সিনেটর বেনেদেত্তো বলেন, ইতালীয় ব্যবসায়ী সম্প্রদায় বাংলাদেশে আসতে চায় এবং বিনিয়োগ করতে চায়। তবে, এজন্য তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইতালি বাংলাদেশের তৈরী পোশাক খাত ছাড়াও ‘ব্লু ইকোমনি’র ক্ষেত্রে সহযোগিতা করতে চায় উল্লেখ করে সিনেটর বেনেদেত্তো বলেন, বিশেষজ্ঞ পর্যায়ে সহযোগিতার মাধ্যমে আমরা বাংলাদেশের ‘ব্লু ইকোনমি’তে সম্পৃক্ত হতে চাই। ইতালির উপ-পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের ৭ দশমিক ১১ শতাংশ জিডিপি অর্জনের ভূয়সী প্রশংসা করে একে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে অন্যান্যের মধ্যে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ঢাকায় নিযুক্ত ইতালিয় রাষ্ট্রদূত মারিও পালমা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক: এদিকে সফরকারী ইতালীর উপ-পররাষ্ট্রমন্ত্রী সিনেটর বেনদেত্তো দেল্লা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে সকল রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় এর মোকাবিলার আহ্বান জানিয়েছেন। ইতালীর উপ-পররাষ্ট্র মন্ত্রী সিনেটর বেনদেত্তো দেল্লা ভেদোভা বৃহস্পতিবার সকালে এক দিনের সফরে ঢাকা আসেন। দিনের শুরুতে তিনি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে উপ-পররাষ্ট্রমন্ত্রী ভেদোভা গত ১লা জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গি হামলায় অন্যান্য দেশের নাগরিকসহ ৯ জন ইতালীয় নাগরিকের মৃত্যু পরবর্তীতে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকারের তরিৎ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং দ্রুততার সঙ্গে মরদেহ নিজ নিজ দেশে প্রেরণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা আখ্যায়িত করে সকল রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় এর  মোকাবিলা করতে হবে বলে তিনি মত দেন। বাংলাদেশে বিদেশী নাগরিকগণের নিরাপত্তায় বাড়তি পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈঠকে বাংলাদেশ ও ইতালীর মধ্যে দ্বিপাক্ষিক স্বার্র্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এছাড়া দু’দেশের মধ্যে ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণ, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ইতালীয় সরকারের মালিকানাধীন একটি জাহাজ নির্মাণ কোম্পানীর যৌথ উদ্যোগে কার্যক্রম শুরুর বিষয়, অভিবাসন সমস্যা এবং বৈধ উপায়ে অভিবাসন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বিমান চলাচল নিয়ন্ত্রণ বিষয়ক যন্ত্রপাতি ও সেবা সরবরাহের জন্য ইতালীয় কোম্পানি ‘লিওনার্দো’ নির্বাচিত হওয়ায় ইতালীর উপ-পররাষ্ট্রমন্ত্রী ভেদোভা সন্তোষ প্রকাশ করেন। চামড়াজাত দ্রব্যাদি ও পাদুকা শিল্পে ইতালীর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্য বৃদ্ধির জন্য ইতালির সহায়তা কামনা করেন। বৈঠকে অংশ নেয়ার আগে সকালে ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ভেদোভা গুলশানে হলি আর্টিজান রেস্তরাঁ পরিদর্শন করেন। অপরাহ্নে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও সাক্ষাৎ করেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031