‘ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট দিতেই হবে। তারা দোকান বন্ধ রেখে যে আন্দোলন করছে, তার কোনও যৌক্তিকতা নেই। তাদের দাবি হচ্ছে, ভ্যাট দেব না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভ্যাট আছে ও ভ্যাট থাকবে।’ এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বিকালে ঢাকা চেম্বার সম্পাদিত ‘ট্যাক্স গাইড ২০১৬-১৭’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদের নেতৃত্বে চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘১৫ শতাংশ হারে ভ্যাট। এর পরিমাণ আর বাড়বে না। তবে অধিক সংখ্যক হারে ভ্যাট আদায় হলে সেক্ষেত্রে ভ্যাটের পরিমাণ কমতে পারে।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘৭৭ হাজার নিবন্ধনকৃত ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে মাত্র ১১ হাজার ব্যবসায়ী ভ্যাট দেন। বাকি ৬৭ হাজার ব্যবসায়ী ভ্যাট দিচ্ছেন না। এভাবে হলে কেমন করে চলবে?’