সুপ্রিমকোর্টের আপিল বিভাগ সাংবিধানিক পদাধিকারীদের উপরে রেখে এবং জেলা জজ ও সচিবদের মর্যাদা সমান করে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংশোধনের চূড়ান্ত রায় প্রকাশ করেছে । সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এখন থেকে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম তালিকায় ১৬ নম্বরে থাকা সচিবদের সঙ্গে সমমর্যাদায় থাকবেন ২৪ নম্বরে থাকা জেলা জজরা। এ ছাড়া অতিরিক্ত জেলা জজ ও সমমর্যাদার বিচার বিভাগীয় সদস্যদের অবস্থান হবে জেলা জজদের পরেই রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের ১৭ নম্বরে। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ৪ঠা ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল নিষ্পত্তি করে সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ২০১৫ সালের ১১ই জানুয়ারি এ রায় ঘোষণা করেন। রায়ে এ ক্রম নির্ধারণ করে দেওয়া হয়। বৃহস্পতিবার ৬২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশিত হয়।
১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স-এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মো. আতাউর রহমান ২০০৬ সালে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে জেলা জজদের পদমর্যাদা সচিবদের নিচে দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্টের একটি বেঞ্চ। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ৪ঠা ফেব্রুয়ারি রায় দেয় হাইকোর্ট। রায়ে ৮টি নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনা অনুসারে ৬০ দিনের মধ্যে নতুন তালিকা তৈরি করতে নির্দেশ দেয় আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রব চৌধুরী। হাইকোর্টে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, আব্দুল মতিন খসরু ও মো. আসাদুজ্জামান।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |