নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সেনা বাহিনীকে বিদ্রোহে উসকানি দেওয়ার মামলায় জামিন পেয়েছেন । এ সংক্রান্ত জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মান্নাকে জামিনের এ আদেশ দেয়। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ। এর আগে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানায় দায়ের করা দুটি মামলায় মান্নাকে কেন জামিন দেওয়া হবেনা-তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্টের একটি বেঞ্চ।
মামলার বিবরনে জানা যায়, বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সঙ্গে রাষ্ট্রদ্রোহমূলক টেলিকথোপকথনের অভিযোগে মাহমুদুর রহমান মান্না ও খোকার বিরুদ্ধে ২০১৫ সালের ৫ই মার্চ গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। এর আগে সেনাবিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে ২৪শে ফেব্রুয়ারি একই থানায় মান্নার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়। দুই মামলায় গত ২রা ও ৭ই মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হয়। পরে হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলায় জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে ৩০শে আগস্ট মান্নাকে জামিন দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ৪ঠা সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের আপিল বেঞ্চ ৩০শে অক্টোবর পর্যন্ত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |