পড়শী গান গাওয়ার বাইরেও বেশ কিছু কাজে পারঙ্গম। এরমধ্যে অন্যতম হলো, নাচ আর ছবি আঁকা।

শাস্ত্রীয় নাচের মধ্যে একসময় ভরতনট্যম শিখেছেন। আর আঁকাআঁকিতেও বেশ পটু। স্কেচ ও তেল রঙে আঁকতে ভালোবাসেন।
পড়শী জানালেন, এগুলো তার শখ থেকেই করা।
এবার তার শখ পুরনে নতুন নাম যোগ হলো- পিয়ানো। এই বাদ্যযন্ত্রটি ইদানিং শিখছেন মন দিয়ে।
আর শিক্ষক হিসেবে তাকে শেখাচ্ছেন দেশের প্রশংসিত পিয়ানোবাদক রোমেল আলী।
পড়শী বললেন, ‌‌‘আমি সব সময়ই পিয়ানো শিখতে চেয়েছি। ইচ্ছে একজন সত্যিকারের পিয়ানো বাদক হবো। রোমেল ভাই আমার সে ইচ্ছে পুরন করছেন। খ্যাতিমান এ পিয়ানো শিল্পীর ছাত্রী হতে পেরে খুবই ভালো লাগছে।’
আদরের কুকুর ‘স্নো হোয়াইট’, আরাম করে ঘুমাচ্ছে পড়শীর বালিশের উপর!শেখার বাইরে আরও দুটি শখ আছে এ শিল্পীর। একটি হলো পশু-পাখি পোষা। তার বাসার ছাদে আছে ছোট একটা চিড়িয়াখানা। সেখানের অধিবাসীদের মধ্যে আছে বানর, কুকুর, লাভবার্ড, ঘুঘু, কবুতরসহ বেশ কয়েক ধরনের পশু-পাখি। সময় করে এগুলোর খোঁজও নেন এ তারকা।
অন্য শখটি হলো, পর্যটক হিসেবে দেশ ও দেশের বাইরের ঘুরে বেড়ানো। তবে তার প্রথম আগ্রহ দেশ। সেই সূত্রে গেল এপ্রিলে মায়ের সঙ্গে ঘুরে এসেছেন বান্দরবান থেকে। বললেন, ‘প্রকৃতি ও প্রান্তিক মানুষদের কাছাকাছি থাকতে আমার সবসময়ই ভালো লাগে। তাই ছুটি পেলেই মাকে নিয়ে ছুটে যাই দূরে কোথাও।’

বান্দরবানে দুই আদিবাসীর সঙ্গে।পড়শী তার সব শখের কথাই বললেন। সম্ভবত ভুল করে একটা বিষয় বলতে ভুলেই গেছেন। কারণ, শখটি পূর্ণ হয়ে গেছে এরই মধ্যে। জানেন নিশ্চই, শুধু শখের টানেই তিনি গায়িকা-নায়িকা হিসেবে চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ‘মেন্টাল’ নামের এ ছবিতে তার বিপরীতে দেখা মিলেছে দেশসেরা নায়ক শাকিব খানকে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031