মাইলস নামের কোথাও ‌‘প‌’ অদ্যাক্ষর নেই। কিন্তু কেন যেন দেশের এ শীর্ষ ব্যান্ডের সদস্যদের ‘প’ অক্ষরের প্রতি রয়েছে আলাদা দুর্বলতা।

 তার মজার প্রভাব রয়েছে ব্যান্ডের অ্যালবামগুলোর নামে।

১৯৮২ সালে স্বনামে মাইলসের প্রথম অ্যালবাম ও তার চার বছর পর ‘অ্যা স্টেপ ফারদার’ প্রকাশিত হয়। দুটিই ইংরেজি গানের অ্যালবাম। কিন্তু এরপর? পরবর্তী তাদের সব অ্যালবামের নামেই আছে ‘প’। আরও নির্দিষ্ট করে বললে প্রতিটি অ্যালবামেই আছে ‘প্র’। যেমন- ‘প্রতিশ্রুতি’ [১৯৯১], ‘প্রত্যাশা’ [১৯৯৩], ‘প্রত্যয়’ [১৯৯৬], ‘প্রয়াস’ [১৯৯৭], ‘প্রবাহ’ [২০০০], ‘প্রতিধ্বনি’ [২০০৬], ‘প্রতিচ্ছবি’ [২০১২]।

কেন এমনটা হলো? এমন প্রশ্নে শাফিন জানিয়েছে, পুরোটাই কাকতালীয়!

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031