ভোটার নিবন্ধনের সময় বাদ পড়া কম বয়সীদের ভোটার তালিকাভুক্ত হওয়ার বিশেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের ২৫ তারিখ থেকে ২১ দিনের
জন্য এ সুযোগ দেওয়া হচ্ছে বলে বুধবার অনুষ্ঠিত কমিশন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
ইসি সচিব বলেন, ‘২০১৭ সালের ১ জানুয়ারিতে যারা ভোটারযোগ্য হবেন, এমন অনেকে সর্বশেষ হালনাগাদ নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহের সময় উল্লেখযোগ্য নাগরিক
সাড়া দেয়নি। আমরা তাদের ভোটার হওয়ার সুযোগ দিতেই এই বিশেষ ব্যবস্থা করেছি। এ মাসের ২৫ নভেম্বর থেকে আগামী মাসের ১৫ ডিসেম্বর পর্যন্ত তারা ভোটার তালিকায় নিবন্ধনের সুযোগ পাবেন ‘
তবে এসব ভোটারদের নিবন্ধনের জন্য নিজনিজ নির্বাচন অফিসে যেতে হবে উল্লেখ করে সচিব জানান, ‘এসব ভোটাকে তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি কোনও তথ্য সংগ্রহকারী পাঠানো হবে না। তাদের তালিকাভুক্ত হওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে আসতে হবে। ২ জানুয়ারি খসড়া প্রকাশের সময় তাদের নামও থাকবে ভোটার তালিকায়।’
এছাড়া আগামী বছরের যেকোনও সময় নতুন করে ফের হালনাগাদের কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান ইসি সচিব।
গত বছর মে থেকে নভেম্বর পর্যকন্ত ভোটারযোগ্যদের পাশাপাশি ২০১৭ সালের ১ জানুারি ভোটার হবেন, এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করে কমিশন। এসময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা ফরম পূরণ করে নেয়। তবে ওই সময় অনেক স্থানে ২০১৭ সালে ভোটার হবেন এমন অনেকে অন্তর্ভুক্তিতে ভালোভাবে সাড়া দেয়নি বলে জানা গেছে। যে কারণে কমিশন এই বিশেষ ব্যবস্থা নিয়েছে। এতে ১৯৯৮ সালের ২ জানুয়ারি থেকে ২০০০ সালের ১ জানুয়ারি যাদের জন্ম, সেসব নাগরিককে নিবন্ধন তথ্য নেওয়া হবে।
ইসি সচিব বলেন, ‘২০১৭ সালের ১ জানুয়ারিতে যারা ভোটারযোগ্য হবেন, এমন অনেকে সর্বশেষ হালনাগাদ নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহের সময় উল্লেখযোগ্য নাগরিক
সাড়া দেয়নি। আমরা তাদের ভোটার হওয়ার সুযোগ দিতেই এই বিশেষ ব্যবস্থা করেছি। এ মাসের ২৫ নভেম্বর থেকে আগামী মাসের ১৫ ডিসেম্বর পর্যন্ত তারা ভোটার তালিকায় নিবন্ধনের সুযোগ পাবেন ‘
তবে এসব ভোটারদের নিবন্ধনের জন্য নিজনিজ নির্বাচন অফিসে যেতে হবে উল্লেখ করে সচিব জানান, ‘এসব ভোটাকে তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি কোনও তথ্য সংগ্রহকারী পাঠানো হবে না। তাদের তালিকাভুক্ত হওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে আসতে হবে। ২ জানুয়ারি খসড়া প্রকাশের সময় তাদের নামও থাকবে ভোটার তালিকায়।’
এছাড়া আগামী বছরের যেকোনও সময় নতুন করে ফের হালনাগাদের কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান ইসি সচিব।
গত বছর মে থেকে নভেম্বর পর্যকন্ত ভোটারযোগ্যদের পাশাপাশি ২০১৭ সালের ১ জানুারি ভোটার হবেন, এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করে কমিশন। এসময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা ফরম পূরণ করে নেয়। তবে ওই সময় অনেক স্থানে ২০১৭ সালে ভোটার হবেন এমন অনেকে অন্তর্ভুক্তিতে ভালোভাবে সাড়া দেয়নি বলে জানা গেছে। যে কারণে কমিশন এই বিশেষ ব্যবস্থা নিয়েছে। এতে ১৯৯৮ সালের ২ জানুয়ারি থেকে ২০০০ সালের ১ জানুয়ারি যাদের জন্ম, সেসব নাগরিককে নিবন্ধন তথ্য নেওয়া হবে।