ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি দায়বদ্ধ নয়। তারা জনগণকে ভয় পায় বলেই লালদিঘীর মাঠে জনসভার অনুমতি দেয়নি বলে মন্তব্য করেছেন।

সোমবার (৭ নভেম্বর) বিকাল ৪ টায় চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত আরও বলেন, এই অবৈধ সরকার একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশে বাকশাল কায়েম করেছে। তারা একদলীয় বাকশালী কায়দায় দেশ পরিচালনা করছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করে এখন রাজনৈতিক দলের সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। যা সংবিধান পরিপন্থী।

ঐতিহাসিক ৭ নভেম্বর দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। এই অবৈধ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি দায়বদ্ধ নয়। তারা জনগণকে ভয় পায় বলেই লালদিঘীর মাঠে জনসভার অনুমতি দেয় নাই। কিন্তু শত বাধা বিপত্তির পরও আজকের আলোচনা সভা জনসভায় পরিণত হয়েছে। নব্য বাকশালী স্বৈরাচারের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজি কবির বলেন, এই জালিম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। এই অবৈধ সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি নসরুল কাদের চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম.এ. আজিজ, মোহাম্মদ আলী, এস.এম. সাইফুল আলম, মোহাম্মদ আলী, শেখ নুরুল্লাহ বাহার, হারুন জামান, এসকান্দর মির্জা প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031