আজ (সোমবার) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত  নির্দেশ দেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত টাঙ্গাইল জেলার মির্জাপুরের মাহবুবুর রহমানকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একাত্তরের ৭ মে  এই ব্যক্তি ও তার সহযোগিরা ৩৩ জন নিরীহ মানুষকে হত্যা করে। এর আগে গত ৭ সেপ্টেম্বর এ আসামির বিরুদ্ধে তলবি গ্রেফতারির আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ৭ নভেম্বর টাঙ্গাইলের কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ, মাহবুবুর রহমান একাত্তরের ৭ মে স্বাধীনতাবিরোধীদের নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর গ্রামে যায়। সেখানে গিয়ে তারা রনদা প্রসাদ সাহা (আরপি সাহা) এবং তার ছেলে ভবানী প্রসাদ সাহার খোঁজ করেন। তাদের না পেয়ে তারা ৩৩ জন নিরীহ মানুষকে হত্যা করে। পরবর্তীতে একই তারিখে রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে আরপি সাহা ও ভবানী প্রসাদ সাহাসহ ৫ জনকে অপহরণ ও হত্যা করে।
গত ২৯ জুলাই বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আসামি মাহবুবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে প্রসিকিউটর রানা দাশগুপ্ত তলবি পরোয়ানা জারির (প্রোডাকশন ওয়ারেন্ট) আবেদন জানান।আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031