ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওপর প্রভাব ফেলবেনা বলে জানিয়েছেন । সোমবার সকালে সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমেরিকার সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে পররাষ্ট্রনীতে কোনো পরিবর্তন হবে না। বরং, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে আগামী দিনে আরও বাড়বে বলে আশা করেছি। বার্নিকাট আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে তাদের মধ্যে (ওবায়দুল কাদরে) আলোচনা হয়েছে। আর যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলাদেশের পাশে আছে। যুক্তরাষ্ট্রও আশা করে বাংলাদেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বাড়বে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |