আবার মোবাইল ফোন অপারেটর সিটিসেলে সংযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মাহমুদ দেনার দায়ে তরঙ্গ বন্ধ করে দেয়ার ১৭ দিন পর । তিনি জানান, আজ রোববার সন্ধ্যায় বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সংযোগ দেন। এর আগে সন্ধ্যা ৬টার পূর্বে বিটিআরসির পরিচালক ইয়াকুব আলী ভূইয়ার নেতৃত্বে চার সদস্যের একটি দল সিটিসেলের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। পরে সংযোগ দেয়া হয়। উল্লেখ্য, বকেয়া টাকা শোধ না করায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হয়। এরপর সিটিসেল কার্যক্রমে ফেরার জন্য আপিল করে। পরে গত বৃহস্পতিবার শিগগিরই সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তবে আপিল বিভাগ আগামী ১৯ নভেম্বরের মধ্যে বকেয়ার ১০০ কোটি টাকা পরিশোধ করার বাধ্যবাধকতা দিয়েছে সিটিসেলকে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |