রবিবার আওয়ামী লীগের নতুন কমিটির টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানানোর কথা ছিল। বৃষ্টি হচ্ছে দুদিন ধরেই। থামার উপক্রম নেই। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টির পরিমাণ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এমন আবহাওয়ার কারণে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। গত ২২ ও ২৩ অক্টোবরের জাতীয় সম্মেলনের পর এখন পর্যন্ত ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ৭৫ নেতার নাম ঘোষণা দলটি।
রীতি অনুযায়ী দলের নতুন কমিটি ঘোষণার পর রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিকে শ্রদ্ধা জানানোর রীতি আছে। এবারও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে সাংগঠনিক সফরে বের হওয়ার কথা ছিল আওয়ামী লীগের নতুন কমিটির নেতাদের। কিন্তু আবহাওয়ার কারণে আপাতত পিছিয়ে আসতে হয়েছে বলে জানিয়েছেন নেতারা।
তবে সফরের নতুন তারিখ দ্রুত ঠিক করে জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। তিনি জানান, দলকে আরও বেশি গতিশীল করতে সাংগঠনিক সফরে যাবে নবনির্বাচিত এই কমিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত সাড়ে সাত বছরের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে জনমত গড়ে তুলবে এই কমিটি।
সাগরে নিন্মচাপের কারণে গত কয়েক দিন ধরেই রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার নিম্নচাপটি বরিশাল ও চট্টগ্রাম উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে। তবে এই বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই এক দিন।
– See more at: http://www.dhakatimes24.com/politics/6285/%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%81%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86.%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF#sthash.lovxuEBX.dpuf