বিলুপ্ত প্রায় ঘড়িয়াল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জে বহমান পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে।
শনিবার দুপুরে উপজেলার মধ্য শালেপুরের বাসিন্দা জাহাঙ্গীর জালে এটি ধরা পড়ে। ঘড়িয়ালটি প্রায় ৬ ফুট লম্বা। পরে স্থানীয় রেজাউল ও ফারুকের সহযোগিতায় নৌকায় করে হাজিগঞ্জ বাজারে আনা হয়। এসময় উৎসুক জনতা এটি দেখতে ভিড় করে। পরে জেলা প্রশাসনের কাছে এটি হস্তান্তর করা হয়।
এনডিসি মনদীপ ঘড়াই জানান, জেলা প্রশাসকের নির্দেশক্রমে প্রাণিটি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।