যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ফক্স নিউজ-এর চালানো সর্বশেষ জরিপে আগের জরিপের চেয়ে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের ভোটের ব্যবধান কমেছে। শুক্রবার (৪ নভেম্বর) প্রকাশিত জরিপে ২ শতাংশ পয়েন্টে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। অথচ তার আগের জরিপে হিলারি ৩ পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সর্বশেষ জরিপটি পরিচালনা করেছে ফক্স নিউজ। নভেম্বরের জরিপে অংশ নেন ১,১০৭ জন ভোটার। আর এ জরিপে উঠে এসেছে, যে হিলারি এখনও ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকলেও ব্যবধানটা খুব একটা বড় নয়।
জরিপে দেখা গেছে, হিলারির পক্ষে ৪৫ শতাংশ এবং ট্রাম্পের পক্ষে ৪৩ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৫ শতাংশ জানিয়েছেন তারা লিবারটারিয়ান গ্যারি জনসনকে সমর্থন করেন আর ২ শতাংশ ভোটার জানিয়েছেন তারা গ্রিন পার্টির জিল স্টেইনকে সমর্থন করেন।
এর আগে গত ২২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ফক্সের চালানো জরিপে ট্রাম্পের পক্ষে ৪১ শতাংশ এবং হিলারির পক্ষে ৪৪ শতাংশ মানুষের সমর্থন ছিল। প্রার্থীদের প্রতি দৃষ্টিভঙ্গির দিক দিয়েও অক্টোবরের জরিপের চেয়ে নভেম্বরের জরিপে পার্থক্য রয়েছে। এবারের জরিপে ট্রাম্পের প্রতি ভোটারদের আস্থা আগের চেয়ে বেড়েছে। এবারের জরিপে ৩৮ শতাংশ ভোটার ট্রাম্পকে সৎ বলে উল্লেখ করেছেন। অথচ অক্টোবরের জরিপ অনুযায়ী সেসময় ৩৪ শতাংশ ভোটার এমনটা মনে করতেন।
এদিকে হিলারির ইমেইল ইস্যুতে এফবিআই নতুন করে তদন্ত শুরু করার ঘোষণা দেওয়ার পর আগের চেয়ে হিলারির প্রতি ভোটারদের আস্থা খানিকটা কমেছে। ফক্স নিউজের জরিপে দেখা গেছে, হিলারির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন ৪৩ শতাংশ ভোটার। অথচ আগের জরিপে তা ৪৫ শতাংশ ছিল। তবে এবারের জরিপে হিলারিকে ৩১ শতাংশ ভোটার সৎ বলে উল্লেখ করেছেন। আগের জরিপে তা ৩০ শতাংশ ছিল।