ভয়কে জয় করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় সরকার নির্বিকার নেই। আপনারা সাহস রাখেন। নিজেদের কখনও ‘মাইনরিটি’ ভাববেন না। কারন এটাই হচ্ছে জীবন সংগ্রাম। আজ শুক্রবার বিকেলে বনানী মডেল হাইস্কুল মাঠে গারো ঐতিহ্যবাহী ওয়ান গালা উদ্যাপন পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় শেখ হাসিনার সরকার অত্যন্ত কঠোর অবস্থানে। যারা এ অপরাধ সংঘঠিত করেছে, তাদের শাস্তি তাদের পেতেই হবে। তিনি বলেন, বাংলাদেশে আপনাদেরও সমান অধিকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের লোকজন এ দেশের নাগরিক হিসেবে সবাই সমান অধিকার পাচ্ছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |