দিল্লি পুলিশ দু’দিনের মধ্যে ভারতের কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে তৃতীয়বারের মতো আটক করে । বুধবার একই দিনে তাকে দু’বার আটক করা হয়। গতকাল আবার আটক করা হয়। বুধবার তাকে ছেলে দেয়া হলেও গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হয়েছে কিনা তা জানা যায় নি। অনলাইন টাইমস অব ইন্ডিয়া খবর দিয়েছে যে, সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা অপর্যাপ্ত পেনশন পেয়ে আত্মহত্যা করেছেন। এর প্রতিবাদে দিল্লির যন্তরমন্তর থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত মোমবাতি মিছিল আয়োজন করে কংগ্রেস। সেখানে যোগ দিতে যান রাহুল গান্ধী। কিন্তু পুলিশ তাকে থামিয়ে দিয়ে আটক করে। বুধবার রাহুল আত্মহত্যাকারী সেনা কর্মকর্তা রাম কৃষাণ গ্রিওয়ালের পরিবারের সঙ্গে সাক্ষাত করার চেষ্টা করেন। কিন্তু রাম মনোহর লোহিয়া হাসপাতালের কাছে গেলেই তাকে আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস। তারা অভিযোগ করেছে কেন্দ্রীয় সরকার অঘোষিত জরুরি অবস্থা চালাচ্ছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |