ট্যাক্স আদায় হয়েছে আয়কর মেলার তৃতীয় দিনেও বিগত দুই দিনের চেয়ে বেশি টাকার । গত দুই দিনে শত শত মানুষ হাজির হয়ে বিভিন্ন ধরণের সেবা গ্রহণ ও আয়কর প্রদান করেন।
নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চলমান সপ্তাহব্যাপী আয়কর মেলার তৃতীয় দিনেও আয়কর দাতাদের অনেক সমাগম দেখা যাচ্ছে।
মেলায় তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বিভিন্ন বুথ ঘুরে দেখেন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, আগামী বছর আমরা আরও ডিজিটাল ভাবে আয়কর মেলা উদ্যাপন করব।উন্নয়নের অন্যতম বাহন রাজস্ব এর দৃষ্টান্ত পদ্মা সেতু যা বাংলাদেশের টাকায় নির্মিত হচ্ছে। আপনারা আয়কর দিবেন আমরা আপনাদের সেবা দিতে প্রস্তুত।
মেলায় অন্যান্যদের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবালসহ রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।