কিছুদিন আগেও পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান ছিল এরোপ্লেন। কিন্তু বিজ্ঞানের কল্যাণে এরোপ্লেনের চেয়েও দ্রুতগামী যান তৈরি হয়ে গেছে। আকাশে নয়, যানটি ছুটবে রাস্তা দিয়েই। বিখ্যাত গাড়ি কোম্পানি ল্যাম্বারগিনি তৈরি করেছে এমন গাড়ি। কোম্পানির দাবি, এসব গাড়ি একটি যাত্রীবাহী এরোপ্লেনের চেয়েও দ্রুত গতিতে ছুটতে পারে।
ল্যাম্বারগিনি
বিলাসবহুল গাড়ির নির্মাতা হিসেবে ল্যাম্বারগিনি অনেকদিন ধরেই বিশ্ববিখ্যাত। এবার কোম্পানি জানাল, তাদের তৈরি করা নতুন পাঁচটি গাড়ি জেট প্লেনের চেয়েও দ্রুত গতিতে ছুটতে সক্ষম। অ্যাভেন্তাদোর রোডস্টার নামের একটি নতুন গাড়ির ব্র্যান্ড বাজারে এনেছে ল্যাম্বারগিনি। সেই ব্র্যান্ডের গাড়িই জেট প্লেনের চেয়েও দ্রুতগামী বলে দাবি করছে কোম্পানি।
অ্যাভেন্তাদোর রোডস্টার
অ্যাভেন্তাদোর রোডস্টারের দিকে তাকালে প্রথমেই মন জয় করে নেয় এর চোখ ধাঁধানো ডিজাইন। কিন্তু দর্শনে মুগ্ধ হওয়ার পরে এর গুণ বিচার করতে বসলেও মুগ্ধ হতে হয়। কিছুদিন আগে ল্যাম্বারগিনি দুটি গ্রুপকে গাড়িটির সর্বোচ্চ গতিবেগ পরীক্ষা করে দেখার দায়িত্ব দেয়।
মায়ামি ডেড কাউন্টি
মার্কিন ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও মায়ামি ডেড কাউন্টির কাছ অনুমতি আদায় করা হয় এরোপ্লেনের রানওয়েতে এই গাড়ির সর্বোচ্চ গতি পরীক্ষা করার। সেই রানওয়েতে এই গাড়ি ছুটিয়ে দেখা যায়, গাড়িটি সর্বোচ্চ ২১০ মাইল প্রতি ঘণ্টা গতিতে ছুটতে সক্ষম। সেখানে একটি প্যাসেঞ্জার প্লেনের গড় গতি হলো ঘণ্টায় ১৫০ থেকে ১৮০ মাইল। কাজেই প্লেনকে অনায়াসে গতির দৌড়ে টেক্কা দিতে সক্ষম এসব গাড়ি।
মায়ামি ডেড কাউন্টি
গাড়িগুলোর দাম পড়বে সাড়ে ৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা।