আগামী নির্বাচন হবে আমাদের টার্গেটজাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন। তোমরা প্রস্তুত থাকো। ইনশাল্লাহ আমাদের জয় হবে। গ্রামে গ্রামে জেলায় জেলায় গিয়ে মানুষকে জাগিয়ে তোলো। বর্তমান পরিস্থিতি সম্পর্কে মানুষকে জানাও। মানুষ যেন জাতীয় পার্টির ছায়াতলে আসে সেজন্য কাজ করো। আজ সকালে রাজধানীর কাকরাইলে যুব দিবস উপলক্ষে জাতীয় যুবসংহতি আয়োজিত র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করব। আগামী নির্বাচন টার্গেট করে আমরা দেখিয়ে দিতে চাই। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, বর্তমানে দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। আমরা ক্ষমতায় আসলে যুবদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব। এর আগে আমরা যুবদের মাধ্যমেই ক্ষমতায় এসেছি। আগামীতেও আমরা ক্ষমতায় আসব। সমাবেশে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, যুবসংহতির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন, সদস্য সচিব ফখরুল আহসান শাহজাদা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিভাগের সর্বাধিক পঠিত