একজন শক্তিমান অভিনেতা। আসাদুজ্জামান নূর।কিন্তু এ পরিচয়ের বাইরে বর্তমানে অন্য এক পরিচয়েও পরিচিত এ বিশিষ্টজন। দেশের সংস্কৃতিমন্ত্রী তিনি। অভিনয়ের পাশাপাশি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এ তারকা। অভিনেতা হিসেবে এক সময়ে দেশের নাট্যাঙ্গন মাতানোর পাশাপাশি রাজনীতির মাঠও মাতিয়েছেন। আজ ৭০ বছরে পা রেখেছেন গুণী এই ব্যক্তি। জন্মদিন উপলক্ষে এই দিনটিতে বিশেষ কোনো আয়োজন রাখা হচ্ছে না বলেই জানিয়েছেন আসাদুজ্জামান নূর। কারণ ছোটবেলা থেকেই জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু আয়োজনের পক্ষাপাত ছিলেন না তিনি। তাই এবারও নন। তবে একেবারেই যে সাদাসিধেভাবে যাবে দিনটি তা হয়তো হবে না। কারণ আসাদুজ্জামান নূরের কাছের বন্ধুরা সে সুযোগ দিচ্ছেন না। প্রিয় বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানাতে প্রস্তুত হচ্ছেন তারা। নিজের জন্মদিনের আয়োজন প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, এবারের জন্মদিনই শুধু নয়, কখনোই কোনো জন্মদিন নিয়েই আমার বাড়তি কোনো আগ্রহ ছিল না। যেহেতু এবার ৭০ বছরে পা রাখলাম। তাই আমার নাটকের দল থেকে দিনটি বিশেষভাবে উদযাপনের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু আমিই না করেছি। ছোটবেলায়ও আমার জন্মদিনে তেমন বাড়তি কিছু হতো না। এগুলো আমার তেমন ভালো লাগে না। ইতিমধ্যে এ অভিনেতার জন্মদিনে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন তার প্রিয় মানুষ নাট্যব্যক্তিত্ব আলী যাকের, দিলারা জামান, আবুল হায়াত ও রাইসুল ইসলাম আসাদ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031