বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী ড. শফিকুল ইসলাম মর্যাদাপূর্ণ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ওয়্যাটার (পিএসআইপিডব্লিউ) জিতেছেন । তিনি টাফটস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করান। তার পাশাপাশি পুরস্কার জিতেছেন ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. রিতা কলওয়েল ও তার দল। স্যাটেলাইট  উপাত্ত থেকে প্রাপ্ত ক্লোরোফিল তথ্য থেকে তিন-ছয় মাস আগেই কলেরা মহামারীর পূর্বাভাস দেয়ার পদ্ধতি আবিষ্কার করেছেন তারা। এ আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তাদেরকে এ পুরস্কার দেয়া হয়েছে।
এ বছরের ২রা নভেম্বর এ পুরস্কার প্রদান করা হবে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে। পিএসআইপিডব্লিউ’র ওয়েবসাইটে বলা হয়েছে, রিতা কলওয়েলের গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগ করেছিলেন শফিকুল ইসলাম। এভাবেই তিনি ক্লোরোফিল মাত্রা ও বঙ্গোপসাগরে কলেরা মহামারীর মধ্যে সম্পর্ক স্থাপন করেন। বাংলাদেশের বঙ্গোপসাগর অঞ্চলে কলেরা মহামারীর পূর্বাভাস দিতে উপগ্রহভিত্তিক এ মডেল পরীক্ষা করে দেয়া হয়েছে।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম বলেছেন, ‘আমি খুশি ও সম্মানিত বোধ করছি।’
এ বছর পিএসআইপিডব্লিউ সৃজনশীলতা পুরস্কার দুটি দলকে দেয়া হয়েছে। শফিকুল ইসলাম ও রিতা কলওয়েলের দল ছাড়াও, যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ড. পিটার জে ওয়েবস্টারও যৌথভাবে এ পুরস্কার জিতেছেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031