প্রিন্স হ্যারি মার্কিন অভিনেত্রী ও মানবাধিকার বিষয়ক প্রচারক মেগান মার্কলে’র সঙ্গে গোপনে চুটিয়ে প্রেম করছেন। মেগান মার্কলে এখন ৩৫ বছর বয়সী যুবতী। তার প্রেমে হ্যারি হাবুডুবু খাচ্ছেন বলে জানিয়েছেন তার বন্ধুবান্ধবরা। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন এক্সপ্রেস। এতে বলা হয়েছে, প্রিন্স হ্যারির বয়স এখন ৩২ বছর। তার প্রেয়সীর বয়স তার থেকে তিন বছর বেশি। তাতে কি প্রেমের কাছে এসব কিছুই নয়। তার প্রেমে মজে গেছেন হ্যারি। তার ঘনিষ্ঠজনরা বলছেন, মেগান মার্কলে যুক্তরাষ্ট্রে আমেরিকান টিভিতে র্যাসেল জেন নামে একটি চরিত্রে অভিনয় করেন। এ জন্য তিনি র্যাসেল জেন নামেই বেশি পরিচিতি পেয়েছেন। প্রিন্সেস ডায়ানার দ্বিতীয় ও ছোট ছেলে প্রিন্স হ্যারি। বৃটিশ সিংহাসনের ৫ নম্বর সিরিয়ালে থাকা উত্তরাধিকার তিনি এখন। বৃটিশ রাজপরিবারের ওপর যারা পর্যবেক্ষণ চালান তারা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছেন হ্যারি বেশ হাসিখুশি। তার মুখে হাসি লেগেই থাকে। একজন ঘনিষ্ঠ সূত্র বলেছেন, অনেক বছর তাকে এতটা খুশি দেখা যায়নি। হ্যারি তার জীবনে সবচেয়ে বেশি রিলাক্স সময় পেয়েছেন। আর মেগানও তার জীবনে এসেছেন একেবারে সঠিক সময়ে। তারা একে অন্যের সঙ্গ উপভোগ করছেন। তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। দু’জন বুঝে নিয়েছেন দু’জনের রসায়ন। এ সম্পর্কটিকে টিকিয়ে রাখতে বেপরোয়া হয়ে পড়েছেন প্রিন্স হ্যারি। তিনি কিছুতেই মেগানকে হারাতে চান না। ওই সূত্রটি বলেছেন, প্রিন্স হ্যারি জানেন তাদের এ প্রেমের কথা জনগণ জেনে গেলে অনেককিছুই পাল্টে যাবে। আবার এ বিষয়টি তিনি দীর্ঘ সময় গোপনও রাখতে পারবেন না। সূত্রটি বলেছেন, তাদের এ সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। এ বছর মে মাসে টরোন্টো সফর করেন প্রিন্স হ্যারি। সেখানে পঙ্গু সার্ভিসম্যানদের জন্য ইনভিকটাস গেমস প্রোমোট করতে গিয়েছিলেন তিনি। সেখানেই মেগানের সঙ্গে তার সাক্ষাৎ হয় বলে মনে করা হয়। মেগানের জন্ম লস অ্যানজেলেসে। বেশ কয়েক বছর তিনি টরোন্টোতে বসবাস করছেন। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড চলচ্চিত্র প্রযোজক ট্রেভর ইঙ্গেলসনকে বিয়ে করেছিলেন ২০১১ সালে। ইঙ্গেলসনের বাড়ি জামাইকা। ওই বিয়ের দু’বছরের মধ্যে তাদের সম্পর্ক ভেস্তে যায়। অনেকে বলেন, তাদের বিচ্ছেদ হয়েছে। আবার অনেকে বলেন, তারা এখনও বিবাহিত। বসবাস করেন আলাদা। ইঙ্গেলসনের বয়স ৪০ বছর। তার শারীরিক গঠনও প্রিন্স হ্যারির মতো। ওদিকে মেগানের সাম্প্রতিক সময়ের বয়ফ্রেন্ডদের অন্যতম টরোন্টোর একজন শেফ। সাম্প্রতিক সময়ে মেগান বেশ কয়েকবার লন্ডন সফর করেছেন। এ সময়ে তিনি প্রিন্স হ্যারির সঙ্গে নৈশভোজ করেছেন। সঙ্গে ছিলেন হ্যারির বন্ধুরা। হ্যারির বন্ধুরা বলেছেন, তারা দু’জন একসঙ্গে যোগব্যায়াম করেছেন। কেনসিংটন রাজপ্রাসাদে প্রিন্স হ্যারির সঙ্গে অবস্থান করেছেন মেগান। সাক্ষাৎ করেছেন ডিউক এবং ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে। ওই সূত্রটি বলেছেন, উইলিয়াম ও কেট দু’জনেই মেগানকে পছন্দ করেন। তবে এসব বিষয়ে বৃটিশ রাজপরিবার থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |